প্রকাশিত: Fri, Mar 22, 2024 9:59 AM
আপডেট: Mon, Jan 26, 2026 10:29 AM

[১]৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট: তফসিল ঘোষণা

এম এম লিংকন: [২]  ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। 

[৩] বৃহস্পতিবার ( ২১ মার্চ) কমিশন সভা শেষে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

[৪] এসব উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ষষ্ঠ উপজেলা পরিষদের এ সাধারণ নির্বাচন হবে।এরআগে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা হয়।

[৫] অশোক কুমার দেবনাথ আরো জানান, ইভিএম হবে ৯ টি জেলার ২২ টি উপজেলায় এবং বাকিগুলোয় ব্যালট পেপারে এ নির্বাচন হবে। ইভিএমে ভোট হওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে; কক্সবাজার, শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর  ও মানিকগঞ্জ। প্রথম ধাপে এসব জেলার ২২টি উপজেলায় ভোট হবে।

[৬] বর্তমানে দেশের ৪৯৫ টি উপজেলা রয়েছে। এরমধ্যে ৪৮৫ টি উপজেলা ভোট গ্রহনের উপযোগী রয়েছে। 

[৭] এছাড়া ২৩ মে দ্বিতীয়, ৩য় ২৯ মে  এবং ৫ জুন শেষ ধাপের ভোট গ্রহণের তারিখ রেখে তফসিল ঘোষণা করেন ইসি। 

[৮] তবে, এরআগে প্রথম ধাপ ৪ মে; দ্বিতীয় ধাপ ১১ , তৃতীয় ধাপ ১৮ এবং চতুর্থ ধাপের ভোট ২৫ মে গ্রহণ করার কথা জানিয়েছিল ইসি। এই প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, সাধারণ ছুটিসহ ঈদের ছুটি সব কিছু বিবেচনা করে ভোট গ্রহনের তারিখে পরিবর্তন করা হয়েছে।সম্পাদনা: সমর চক্রবর্তী